মুজিববর্ষ উপলক্ষে গৃহহীনদের দেয়া ঘর নিয়ে দুর্নীতি-অনিয়ম ও ঘর ভাঙার বিষয়ে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত চালু রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, ঘর ভাঙার সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে হবে, তাদের উদ্দেশ্য কী? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।বৃহস্পতিবার একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশনের সমাপনী বক্তব্যে এ প্রসঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ৯টি জায়গায় দুর্নীতি পাওয়া গেছে। দশ-বারোটি জায়গায় অতিবৃষ্টির কারণে মাটি ধসে ঘর পড়ে গেছে। কিন্তু ৩০০টি জায়গায় দেখা গেছে, দরজা-জানালার ওপর হাতুড়ির আঘাত, ফ্লোরগুলো খুঁচিয়ে খুঁচিয়ে তোলা। ইটের গাঁথুনির পিলার ভেঙে ফেলা হয়েছে। তিনি জানান, ভেঙে ফেলার এ ঘটনায় কিছু অ্যারেস্ট হয়েছে, অন্যদেরও করা হবে।
একজন সংসদ সদস্যের কথা টেনে সরকার প্রধান বলেন, এ ঘর নিয়ে দুর্নীতি বা অনিয়মের তদন্ত দুর্নীতি দমন কমিশন কেন বন্ধ করেছে, তাদের তো তদন্ত বন্ধ করার কথা না। তিনি বলেন, দুর্নীতি দমন কমিশনকে বলবো- ক্ষতিগ্রস্ত ৩শ’ ঘরের প্রত্যেকটার তদন্ত করতে এবং রিপোর্ট দিতে। সহজে কেউ যেন ভাঙতে না পারে, সেজন্য এখন কংক্রিট ও স্টিল দিয়ে এ ঘর করে দেয়া হচ্ছে- যোগ করেন প্রধানমন্ত্রী।
এমকে