মন্তব্য
টানা বেশ কয়েকটি সিরিজ খেলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ক্রিকেটাররা আপাতত ছুটিতে আছেন। সেই সুযোগে পবিত্র কাবা জেয়ারতে ছুটেছেন ৭ ক্রিকেটার। বৃহস্পতিবার একটি ফ্লাইটে করে সৌদি আরবের উদ্দেশে দেশ ছাড়েন নাঈম শেখ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম ও জাকির হাসান।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি দিয়ে খবরটি নিশ্চিত করেছেন। তিনি সবার কাছে দোয়াও চেয়েছেন।
পবিত্র কাবা জেয়ারত শেষে ২১ সেপ্টেম্বর দেশে ফিরবেন এই ৭ ক্রিকেটার। আর ৪ অক্টোবর বিশ্বকাপের উদ্দেশে দেশ ছাড়বে জাতীয় দল। আসরের প্রথম পর্বে ওমানে গিয়ে কন্ডিশনিং ক্যাম্প করবে টাইগাররা।
আরআই