ফিফা র‌্যাঙ্কিং, একধাপ পেছালো বাংলাদেশ

১৭ সেপ্টেম্বর ২০২১

ফিফা র‌্যাঙ্কিংয়ে এ বছর আরো একধাপ অবনতি হয়েছে বাংলাদেশ ফুটবলের। বৃহস্পতিবার বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রণ সংস্থা ফিফা নতুন এ তালিকা প্রকাশ করে। নতুন তালিকায় শীর্ষে উঠে এসেছে বেলজিয়াম।

 

সম্প্রতি তৃদেশীয় ফুটবল টুর্নামেন্ট শেষ করেছে বাংলাদেশ। সেখানেই সাফল্যের দেখা পায়নি। টুর্নামেন্টটিতে ফিলিস্তিন ও কিরগিজস্তানের কাছে হেরেছিল সালাউদ্দিনের শিষ্যরা। এর প্রভাব পড়েছে ফিফা র‌্যাঙ্কিয়ে। আরো একধাপ নিচে নেমে গেছে বাংলাদেশের আবস্থান। নতুন র‌্যাঙ্ক অনুযায়ী বাংলাদেশের বর্তমান অবস্থান ১৮৯।

 

এদিকে র‍্যাঙ্কিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান ধরে রেখেছে যথাক্রমে বেলজিয়াম ও ব্রাজিল। ফ্রাঞ্চকে টপকে তৃতীয় স্থানে উঠে এসেছে ইংল্যান্ড। সম্প্রতি অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের বাছাইপর্বে দুই জয় ও এক ড্রয়ের পুরস্কার হিসেবে র‌্যাঙ্কিংয়ে ইংল্যান্ডের এমন উন্নতি।

 

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দশ দেশ :

 

১.    বেলজিয়াম

২.    ব্রাজিল

৩.    ইংল্যান্ড

৪.    ফ্রান্স

৫.    ইতালি

৬.    আর্জেন্টিনা

৭.    পর্তুগাল

৮.    স্পেন

৯.    মেক্সিকো

১০. ডেনমার্ক

 

আরআই


মন্তব্য
জেলার খবর