বিএসএমএমইউতে ১০৯ জনকে নিয়োগ

১৭ সেপ্টেম্বর ২০২১

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র স্টাফ নার্স নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ পদে মোট ১০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। সম্প্রতি বিএসএমএমইউর প্রকাশিত এক নিয়োগ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আবেদনের শেষ তারিখ ১৩ অক্টোবর বেলা আড়াইটা।

 

গত বছরের ২৫ মার্চে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধী আবেদনকারীর ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা একই দিনে আরো দুই বছর বৃদ্ধি করা হয়েছে। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক রেজিস্ট্রার্ড প্রতিষ্ঠান থেকে ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি অথবা বিএসসি ইন নার্সিং ডিগ্রি থাকতে হবে। দশম গ্রেডে ১৬,০০০–৩৮,৬৪০ টাকা স্কেলে বেতন প্রদান করা হবে।

 

আগ্রহী প্রার্থীরা আগামী ১৩ অক্টোবর বেলা আড়াইটার মধ্যে অনলাইনে (www.bsmmu.edu.bd) আবেদন করতে পারবেন। প্রার্থীদের পরীক্ষার ফি পূবালী ব্যাংক লিমিটেডের যেকোনো অনলাইন শাখায় বিএসএমএমইউর রেজিস্ট্রারের অনুকূলে পূবালী ব্যাংকের ঢাকার শাহবাগ এভিনিউ শাখার একাউন্ট নম্বর STD-430–এর বিপরীতে ১৪ সেপ্টেম্বর থেকে আগামী ১২ অক্টোবর পর্যন্ত ব্যাংক চলাকালে মধ্যে ৫০০ টাকা জমা দিয়ে রসিদের কপি সংগ্রহ করতে হবে। টাকা জমা দেওয়ার এক দিন পর অনলাইনে আবেদনপত্র দাখিল করা যাবে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর