সূচকের সঙ্গে লেনদেনের উত্থান

১৭ সেপ্টেম্বর ২০২১

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন সূচকের সবগুলোর সঙ্গে উত্থান ঘটেছে লেনদেনের। তবে ৫১০ কোটি টাকা কমেছে বাজার মূলধন।শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৬৫টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১২৭টির,কমেছে ২০৮টির আর অপরিবর্তিত ছিল  বাকি ৩০টির।

তথ্যানুযায়ী, ডিএসইএক্স  সূচক ৩১ দশমিক ৭৬ পয়েন্ট বেড়ে সাত হাজার ২২৮ দশমিক ৩১ পয়েন্টে, ডিএসইএস সূচক আট দশমিক ৩২ পয়েন্ট বেড়ে এক হাজার ৫৭৭ দশমিক ১০ পয়েন্টে ও  ডিএস৩০ সূচক ২৫ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে দুই হাজার ৬৭৪ দশমিক ৫৫ পয়েন্টে  অবস্থান করে। আগের দিনের তুলনা লেনদেন বেড়েছে ৬৬ কোটি ৫৮ লাখ টাকা, লেনদেন হয় দুই হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ১০৪ কোটি ৭২ লাখ টাকা।

বৃহস্পতিবার বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭৪ হাজার ৪৭৫ কোটি টাকায়। লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে  বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধিতে ফরচুন শুজ লিমিটেড শীর্ষে ওঠে আসে । বেক্সিমকো কোম্পানিটির শেয়ার লেনদেন হয় ১৫৩ কোটি ৭৫ লাখ টাকার । আর ৯ দশমিক ১৫ শতাংশ দর বৃদ্ধি পায় ফরচুন শুজ লিমিটেডের।

এমকে


মন্তব্য
জেলার খবর