ডেঙ্গু: ১৭ দিনে শনাক্ত ৪৮৭২, মৃত্যু ১১

১৭ সেপ্টেম্বর ২০২১

চলতি সেপ্টেম্বর মাসের ১৭ দিনে সব মিলে চার হাজার ৮৭২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে দেশে।একই সময়ে মারা গেছেন ডেঙ্গু আক্রান্ত ১১ জন। আর চলতি বছরের এখন  পর্যন্ত শনাক্ত হয়েছে ১৫ হাজার ২২৮ জন, মারা গেছেন ৫৭ জন। শুক্রবার এ তথ্য জানায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোর রুম ।

কন্ট্রোল রুমের তথ্যানুযায়ী,  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ১৬৩ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে  ১৪০ জন ঢাকায়, বাকিরা ঢাকার বাইরে অন্য বিভাগে। আর বর্তমানে এক হাজার ১৯১ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে আবার ৯৮৮ জন  ঢাকায়, বাকিরা ঢাকার বাইরে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ হাজার ৯৮০ জন।

এমকে

 


মন্তব্য
জেলার খবর