করোনা: প্রাণহানি ৩৮, শনাক্ত ১৯০৭

১৭ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৮ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ৯০৭ জনের। শনাক্তের হার ছয় দশমিক ৪১। সুস্থতা ফিরে পেয়েছেন দুই হাজার ৯১৯ জন করোনা রোগী। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  স্বাস্থ্য অধিদফতর।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১১০ জনের।এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ১৪৭ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৭ হাজার ৯ জন। নমুনা পরীক্ষা হয়েছে ৯৩ লাখ ৯৩ হাজার ৩৬৫টি। শনাক্তের হার ১৬ দশমিক ৪০।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ৩০ হাজার ১৬৯টি, পরীক্ষা হয়েছে ২৯ হাজার ৭৫৬টি।  মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৩ জন, নারী ২৫ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৭ জন, চট্টগ্রামের সাত জন, খুলনার আট জন, সিলেটের তিন জন, রংপুরের দুই জন এবং ময়মনসিংহের একজন। সরকারি হাসপাতালে  ৩৫ জন এবং বেসরকারি হাসপাতালে তিন জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর