‘সঙ্কট রোগে’ ধুঁকছে আটঘরিয়ার সরকারি হাসপাতাল

১৭ সেপ্টেম্বর ২০২১

আটঘরিয়া(পাবনা) প্রতিনিধি:

দীর্ঘদিন ধরেই ডাক্তার, লোকবল ও চিকিৎসা সংক্রান্ত সরঞ্জামাদি ‘সঙ্কট রোগে’ ধুঁকছে পাবনার আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে একদিকে যেমন হাসপাতালটির চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে, অন্যদিকে তেমনি ভোগান্তি পোহাচ্ছেন উপজেলার শ’ শ’ রোগী। উদ্ভূত পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, তারাও চেষ্টা করছেন সঙ্কটগুলো কাটিয়ে উঠতে। এ উপজেলায় প্রায় আড়াই লাখ মানুষের বসবাস।

তথ্যানুযায়ী, চিকিৎসকের ১৫ পদের বিপরীতে ৪ জন কনসালটেন্টসহ ৬ পদশুন্য। চতুর্থ শ্রেনীর ২০ পদে লোকবল নেই ১৫ পদে। হাসপাতাল কর্তৃপক্ষের তত্বাবধায়নে থাকা স্বাস্থ্য সহকারির ২৪ পদের ১৫টিই ফাঁকা। অপারেশন থিয়েটারে নেই রোগীর টেবিল, লাইটসহ অপারেশনের সরঞ্জামাদি, নেই এ্যানেসথিয়া ডাক্তারও। ফলে দীর্ঘদিন বন্ধ রয়েছে অপারেশন কার্যক্রম। আর ২০০৩ সাল থেকে ১৮ বছর অকেজো হয়ে আছে এক্সরে মেশিন। এ হাসপাতালে প্রতিদিন গড়ে ৫-৬ শ’ রোগী বহি: বিভাগে সেবা নেন, ৩০-৩১ জন রোগী ভর্তি থাকেন বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ।

উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. রফিকুল হাসান লোকবল সঙ্কটসহ নানা সীমাবদ্ধতার কথা স্বীকার করে জানান, বিষয়গুলো উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাবনার সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী জানালেন, অপারেশন চালুর বিষয়ে চেষ্টা করবেন। এক্সরে মেশিন কিছুদিন আগে দেয়া হয়েছে, একজন রেডিও গ্রাফারও জয়েন করেছেন। অচিরেই এক্সরে বিভাগ চালু হবে। আর লোকবল মন্ত্রণালয় যদি নিয়োগ দেয়, তবে সে সঙ্কটও কেটে যাবে।

মাসুদ রানা /এমকে


মন্তব্য
জেলার খবর