চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার মাধ্যমে, বেশি জরুরি সর্বস্তরের দুর্নীতির প্রতিকার করা। শুক্রবার এক অনুষ্ঠানে এমনটাই জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এফডিসিতে এ অনুষ্ঠানের উপলক্ষ চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারের প্রস্তুতি। অনুষ্ঠান শেষে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আয়োজক ডিবেট ফর ডেমোক্র্যাসি।
পরিকল্পনামন্ত্রী জানান, শিক্ষা ও প্রযুক্তির প্রসার ঘটিয়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হবে। দেশের বড় বড় প্রকল্প দুর্নীতি, লুটপাট ও অপচয়ের সুযোগ সৃষ্টি করে দিচ্ছে। দুর্নীতি প্রতিরোধে দুদকসহ অন্যান্য প্রাতিষ্ঠানিক কার্যক্রম জোরদার করা হচ্ছে।আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতি হ্রাস করা হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্র্যাসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।
এমকে