মন্তব্য
ব্রিটেনের সংস্কৃতি মন্ত্রী নাদিন ডরিস বলেছেন, বোরকা একটি মধ্যযুগীয় পোশাক। বোরকা তৈরি করা হয়েছে মেয়েদের সৌন্দর্য ও ক্ষতগুলোকে ঢেকে রাখার জন্য। ঘরের মধ্যে মেয়েদের যে নির্যাতন ও নিপীড়ন করা হয়ে থাকে তার দাগগুলোকে ঢেকে রাখার জন্য বোরকা ব্যবহার করা হয়।
তিনি আরো বলেন, আমি বরিসের ওপর হতাশ। কারণ, বরিসের উচিৎ ছিল পত্রিকার কলামকে ব্যবহার করে বোরকাকে সম্পূর্ণ নিষিদ্ধ করার আহ্বান জানানো।
এর আগে মুসলিমদের বোরকা নিয়ে বরিস জনসন পত্রিকার কলামে লিখেছেন যে এটা খুব নিষ্ঠুর ও নিপীড়ক পোশাক। বোরকা পরলে নারীদের ব্যাংক ডাকাতের মতো লাগে। বোরকা পরলে মেয়েদের চিঠির বাক্সের মতো লাগে।
স্কাই নিউজ ও আল-জাজিরা