নিরাপত্তার অযুহাতে পাকিস্তান সিরিজ বাতিল কিউইদের

১৮ সেপ্টেম্বর ২০২১

প্রায় ১৮ বছর পর পাকিস্তান সফরে যায় নিউজিল্যান্ড। কিন্তু দেশটির বিপক্ষে কোনো ম্যাচ না খেলেই দেশে ফিরে গেছে কিউইরা। মূলত দেশটির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে সিরিজ বাতিল করেছে তারা। হঠাৎ তাদের এমন সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

 

বোর্ডটির পক্ষ থেকে এক টুইট বার্তায় জানানো হয়, ‘নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড জোনিয়েছে, নিরাপত্তা নিয়ে তাদের কাছে কিছু সতর্কবার্তা এসেছে। সে কারণেই সিরিজ স্থগিত করতে চায় তারা। কিন্তু পাকিস্তান বোর্ড ও পাক প্রশাসন সব সফরকারী দলের জন্য উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করেছিল। এমনকী প্রধানমন্ত্রী ইমরান খান ব্যক্তিগতভাবে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নের নিরাপত্তিার বিষয়টি জানান। তা সত্ত্বেও কিউয়ি বোর্ড সিরিজ স্থগিতের সিদ্ধান্ত নেয়।’

 

শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটির বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বর থেকে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ।

 

আরআই


মন্তব্য
জেলার খবর