জেমিকে অব্যহতি, নতুন কোচ অস্কার

১৮ সেপ্টেম্বর ২০২১

জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডেকে কোচের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে। শুক্রবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। জেমির অবর্তমানে কোচের দায়িত্ব পালন করবেন বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজোন।

 

সামনেই সাফ ও যুব এশিয়ান কাপ বাছাই পর্ব। এরপরই শীলঙ্কায় ৪ দেশীয় ফুটবল টুর্নামেন্ট। এ টুর্নামেন্টগুলোতে দায়িত্ব পালন করবেন অস্কার ব্রুজোন। আপাতত তাকে দুই মাসের জন্য নিয়োগ দেয়া হচ্ছে।

 

এদিকে জেমির সাথে চুক্তি আরো এক বছর বাকী আছে। মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী তাকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। এখনও আনুষ্ঠানিকভাবে তাকে জানানো হয়নি। সম্ভবত অস্কার ব্রুজোনের পারফরম্যান্স দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে অনেকেই অনুমান করছে।

 

আরআই


মন্তব্য
জেলার খবর