সর্বশেষ ২০০৩ সালে পাকিস্তান সফরে এসেছিল নিউজিল্যান্ড। এরপর কেটে গেছে প্রায় ১৮ বছর। দীর্ঘ এ বিরতির পর ফের পাকিস্তান সফরে এসছিল কিউইরা। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল তাদের। কিন্তু কোনো ম্যাচ না খেলেই নিরাপত্তার অযুহাত দেখিয়ে দেশে ফিরে গেছে তারা।
এদিকে দলটির নিরাপত্তা নিয়ে পাকিস্তান সতর্ক আছে বলে জানিয়েছিলেন খোদ পাকিস্তানের প্রেসিডেন্ট ইমরান খান। এমনকি তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডের্নেরকে ফোনও করেছিলেন। তারপরও এমন সিদ্ধান্তে হতবাক হয়েছে সবাই।
এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। এ নিয়ে কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতারও। নিউজিল্যান্ড শুধু পাকিস্তান ক্রিকেটকে হত্যা করেছে দাবি করে তিনি এক টুইট প্রকাশ করেন।
শুক্রবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডেটি শুরু হওয়ার কথা ছিল। পাকিস্তান ও নিউজিল্যান্ডের ওয়ানডে সিরিজটির বাকি দুই ম্যাচ যথাক্রমে ১৯ ও ২১ সেপ্টেম্বর হওয়ার কথা ছিল। এছাড়াও আগামী ২৫ সেপ্টেম্বর থেকে লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি সিরিজ।
আরআই