৩ চীনা নভোচারীর মহাকাশ জয়

১৮ সেপ্টেম্বর ২০২১

প্রযুক্তির প্রতিযযগিতার বিশ্বে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে চীন। এবার চীনের তিন নভোচারী মহাকাশে দীর্ঘ সময় অবস্থান করে পৃথিবীতে ফিরেছেন। চীনা নভোচারীরা পৃথিবী থেকে ৩৮০ কিলোমিটার দূরে (২৪০ মাইল) নিজেদের তৈরি মহাকাশ স্টেশনে তিয়ানহে মডিউলে ৯০দিন অবস্থান করেছিলেন।

 

তারা গতবৃহস্পতিবার স্পেস স্টেশন থেকে নিজেদের বিচ্ছিন্ন করে, শেনঝু-১২ নামের নভোচারী-চালিত মহাকাশযানে করে পৃথিবীর উদ্দেশ্যে রওনা করেন। নিই হাইশেং, লিউ বোমিং ও টাং হনবো শুক্রবার স্থানীয় সময় দুপুর একটা ৩৫ মিনিটে পৃথিবীর মাটিতে অবতরণ করেন। মঙ্গোলিয়ার গোবি মরুভূমিতে অবতরণ করেন তারা। ৯০ দিন আগে এই মরুভূমি থেকেই মহাকাশ যাত্রা শুরু করেন তারা।

 

চীনের গ্লোবাল টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মহাকাশ স্টেশনে থাকাকালীন নভোচারীরা বিভিন্ন কাজ করেছেন। এর মধ্যে রয়েছে- কয়েক ঘন্টা যাবৎ মহাকাশে হাঁটা, ছবি ওঠানো, পৃথিবীতে এসব ছবি পাঠানো। এছাড়া মহাকাশ সম্পর্কে বিভিন্ন রকম তথ্য পাঠায় তারা।

 

আরআই


মন্তব্য
জেলার খবর