শনাক্তের হার ছয় দশমিক পাঁচ

১৮ সেপ্টেম্বর ২০২১

গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ৩৫ জন মারা গেছেন।নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে এক হাজার ১৯০ জনের। শনাক্তের হার ছয় দশমিক পাঁচ। করোনা থেকে সুস্থ হয়েছেন এক হাজার ৬৪৫ জন।শনিবার স্বাস্থ্য অধিদফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৫ লাখ ৪১ হাজার ৩০০ জনের। এর মধ্যে মারা গেছেন ২৭ হাজার ১৮২ জন। সুস্থ হয়েছেন ১৪ লাখ ৯৮ হাজার ৬৫৪ জন। শনাক্তের হার ১৬ দশমিক ৩৭। নমুনা পরীক্ষা হয়েছে ৯৪ লাখ ১৩ হাজার ৩৩টি।

গত ২৪ ঘণ্টায় নমুনা সংগৃহীত হয়েছে ১৯ হাজার ৮৯৬টি, পরীক্ষা হয়েছে ১৯ হাজার ৬৬৮টি। মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১৬ জন আর নারী ১৯ জন। বিভাগের মধ্যে ঢাকার ১৯ জন, চট্টগ্রামের ছয় জন, তিন জন করে রাজশাহী ও খুলনার ছয় জন, একজন করে বরিশাল ও রংপুরের দুই জন এবং সিলেটের দুই জন; সরকারি হাসপাতালে ২৭ জন আর বেসরকারি হাসপাতালে আট জন মারা গেছেন।

এমকে


মন্তব্য
জেলার খবর