মন্তব্য
নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১ অক্টোবর ২০২০-২১ শিক্ষা বর্ষের বিএসসি ইন নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ হাজার আসনের জন্য প্রায় ৮৪ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় বসার জন্য আবেদন করেছে।
এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার সর্বমোট নম্বর ১০০। পরীক্ষার সময় ১ ঘন্টা।
বিএসসি ইন নার্সিং পরীক্ষার মান বণ্টন: বাংলা—২০, ইংরেজি—২০, গণিত—১০, সাধারণ জ্ঞান—২০, বিজ্ঞান (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান)—৩০।
ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি পরীক্ষার মান বণ্টন: বাংলা—২০, ইংরেজি—২০, গণিত—১০, সাধারণ বিজ্ঞান—২৫, সাধারণ জ্ঞান—২৫।