ভারী বৃষ্টির সম্ভাবনা

১৮ সেপ্টেম্বর ২০২১

বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়। একই ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেটের কিছু কিছু জায়গায়। সেই সঙ্গে মাঝারি ধরনের ভারী বৃষ্টিও হতে পারে দেশের কোথাও কোথাও। পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে শনিবার এমনটাই জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

 

আবহাওয়া অধিদফতরের তথ্যমতে, বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সময় অস্থায়ীভাবে দমকা হাওয়া বযে যেতে পারে। মূলত মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এদিকে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা থাকায় নদীর বন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদফতর আরো জানায়, সম্প্রতি বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি দূর্বল হয়ে পড়েছে, লঘুচাপ আকারে মৌসুমি অক্ষের সঙ্গে মিলিতভাবে ভারতের উত্তর প্রদেশ ও এর আশপাশের এলাকায় অবস্থানরত করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়,মাঝারি অবস্থায় আছে উত্তর বঙ্গোপসাগরে।

 

এদিকে নদীবন্দরের জন্য দেয়া সতর্কবার্তাটিতে বলা হয়- ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

 

এমকে


মন্তব্য
জেলার খবর