সত্যই বলেছেন সিইসি নুরুল হুদা: রিজভী

১৫ ফেব্রুয়ারী ২০২২

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দায়িত্ব পালনে নিজের কোনো ব্যর্থতা নেই দাবি করা নূরুল হুদা তার সফলতার বিষয়ে সত্য কথাই বলেছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বলেছেন, ইভিএম কিনতে শতকোটি টাকার দুর্নীতি, নির্বাচন কমিশনের কর্মকর্তাদের প্রশিক্ষণের জন্য কোটি কোটি টাকা খরচের মাধ্যমে দুর্নীতি, নির্বাচন কমিশনে চাকরির নামে কোটি কোটি টাকা লোপাটের ব্যবস্থা-এসব নুরুল হুদা সাহেবের বিশাল সফলতা। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবে নির্বাচন কমিশন গঠনের নাটক এবং নিরপেক্ষ নির্বাচন শীর্ষক এক আলোচনা সভায় এমন মন্তব্য করেন।

বিদায়ী নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের কথার সূত্র ধরে রুহুল কবির রিজভী সভায় আরও বলেন, দেশে গণতন্ত্রের লাশ এখন কঙ্কালে পরিণত হয়েছে, এরপর মাটির সঙ্গে মিশে যাবে। সোমবার (১৩ ফেব্রুয়ারি) কমিশনার হিসাবে নিজের শেষ সংবাদ সম্মেলনে মাহবুব তালুকদার বলেছেন, দেশে গণতন্ত্র নেই, গণতন্ত্রের লাশ পড়ে আছে।

দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাততের কথা তুলে ধরে নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, অবৈধ ক্ষমতায় থাকার কারণে বর্তমান আওয়ামী লীগ সরকারের মধ্যে একটা বোধ তৈরি হয়েছে- এদের কেউ কিছু করতে পারবে না। তাই একবারে ঝাঁক বেঁধে নেমে এ সরকারকে ধাক্কা মেরে ফেলে দিতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা করতে হবে। আর নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচন কমিশন গঠন করে একটা স্বচ্ছ নির্বাচনের ব্যবস্থা করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, জাতীয়তাবাদী প্রজন্ম’ ৭১ কেন্দ্রীয় কমিটির সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপন, আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লা প্রমুখ।

এমকে


মন্তব্য
জেলার খবর