আলুর ন্যায্য দাম পাবেন না কৃষক: বাণিজ্যমন্ত্রী

১৮ সেপ্টেম্বর ২০২১

চাহিদার তুলনায় অনেক বেশি আলু উৎপাদন হয়েছে দেশে। তাই এবার কৃষক তার উৎপাদিত আলুর ন্যায্য দাম পাবেন না। তারপরও কৃষক যাতে তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পায়, সে চেষ্টা করছে সরকার। দেশের বাজারে নিত্যপন্যের দাম বৃদ্ধির বিষয়টি ব্যাখ্যা করার সময় এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। শনিবার রংপুর টাউন হলে একটি বইয়ে মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রসঙ্গে কথা বলেন তিনি। রংপুর মহানগর মুক্তিযোদ্ধাদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি নিয়ে রচিত ‘স্মৃতিতে রণাঙ্গন’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।

বাণিজ্যমন্ত্রী বলেন, ডিমান্ড আর সাপ্লাইয়ের কারণে নিত্যপণ্যের দাম বাড়ছে। যেমন- আলুর দাম কমে গেছে, শীতকালীন শাক-সবজির দাম বেড়েছে। তবে শাক-সবজির দাম ২-৪ দিনের মধ্যে কমে যাবে। তিনি জানান, আর্ন্তজাতিক বাজারে ভোজ্যতেল ও চিনির দাম বৃদ্ধি। তাই দেশের বাজারে পণ্য দুটির দাম বেড়েছে। আর্ন্তজাতিক বাজারে দাম কমলে মূল্য পুনর্র্নিধারণ করে দেয়ার চেষ্টা করা হয়। তারপরেও দাম যেন না বাড়ে ও ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে, সে বিষয়টি সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান।উপস্থিত ছিলেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদের রংপুরের কমান্ডার মোছাদ্দেক হোসেন বাবলু, মুক্তিযোদ্ধা সদরুল আলম দুলু, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগ সভাপতি শাফিয়ার রহমান ও সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল প্রমুখ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর