১৮ দিনে ৫ সহস্রাধিক ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

১৮ সেপ্টেম্বর ২০২১

চলতি সেপ্টেম্বর মাসের ১৮ দিনে ৫ হাজার ১০৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আর চলতি বছরের এখন পর্যন্ত ভর্তি হন ১৫ হাজার ৪৬০ জন।সব মিলে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৫৯ জন মারা গেছেন । আক্রান্তদের বেশিরভাগই ঢাকার বাসিন্দা।শনিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানা যায়। 

কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভর্তি  হয়েছে ২৩২ জন। এর মধ্যে ১৮৭ জন ঢাকায়  বাকি ৪৫ জন ঢাকার বাইরে।আর সব মিলে বর্তমানে ভর্তি আছেন ১ হাজার ১৯৭ জন। এর মধ্যে ৯৯০ জন ঢাকায়, বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ২০৪ জন।

এমকে


মন্তব্য
জেলার খবর