আলোচিত-সমালোচিত চিত্রনায়িকা পরীমনি তার ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। সেগুলোর একটিতে দেখা যায়, হাফ প্যান্ট ও শার্ট পরে বসে আছেন পরীমনি। কোমরের নিচ থেকে শুরু করে পায়ের পাতা পর্যন্ত পুরোটাই উন্মুক্ত। নায়িকার হাতে জ্বলন্ত সিগারেট। ছবির ক্যাপশনে লেখা, ‘সিগারেট ইন্জুরিয়াস টু হেল্থ’।
আরও বেপরোয়া হয়ে উঠা পরীমনির সিগারেট খাওয়ার এই ছবির সংবাদ পোস্ট করে ক্ষোভ প্রকাশ করেছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ । তিনি লেখেন, 'একজন সেলেব্রিটির কাছ থেকে এরকম অশোভন আচরণ কাম্য নয়। আমাদের ছেলে মেয়েদের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।'
সুনভি জাহান নামে একজন মন্তব্য করেছেন: ‘এই মেয়ে জেল থেকে বের হয়ে না শুধরে আরও উচ্ছৃঙ্খল হচ্ছে। এর কাউন্সিলিং করানো দরকার এবং সুচিকিৎসা দরকার।’
মাদক মামলায় মাসখানেক হাজতে থাকার পর পরীমণি যখন জামিনে মুক্ত হন, তখন জেল গেটে এসেই বার্তা দেন- 'ডোন্ট লাভ মি বিচ'।
এরপর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদারের আদালতে হাজির হবার সময় গাড়িতে থেকেই হাত উঁচিয়ে ভক্তদের অভিবাদন জানান। তখনই তার হাতের তালুতে লেখা একটি বার্তা নজরে আসে সবার। যেখানে তিনি লিখেছেন ‘...ক মি মোর’।