প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে চাকরি

১৯ সেপ্টেম্বর ২০২১

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সম্প্রতি প্রকাশিত এ নিয়োগ বিজ্ঞপ্তি অনুসারে মন্ত্রণালয়টির ২ পদে মোট ১৪২ জনকে নিয়োগ দেয়া হবে। আবেদনের শেষ তারিখ ২০ অক্টোবর। দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্পের অধীনে এই নিয়োগপ্রক্রিয়া সম্পন্ন হবে।

 

চাকরির ধরণ অস্থায়ী। নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন। দেশের যে কোনো স্থানে কাজ করতে হতে পারে। আবেদনের ঠিকানা: প্রকল্প পরিচালক, দেশে-বিদেশে কর্মসংস্থানের জন্য ড্রাইভিং প্রশিক্ষণ প্রদান শীর্ষক প্রকল্প, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো, ৮৯/২, ৮ম তলা, কাকরাইল, ঢাকা-১০০০।

 

বিজ্ঞপ্তির শর্তানুযায়ী দেশের যে স্বীকৃত প্রতিষ্টান থেকে ডিগ্রিধারীরা আবেদন করতে পারবেন। আবেদনকারীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে।

 

পদের বিবরণ

ড্রাইভিং ইন্সট্রাক্টর: ১০৬ জন (ব্যবহারিক)। বেতন ৪০ হাজার টাকা (সাকুল্যে) তৎসহ প্রকল্পের আওতায় সংস্থানকৃত অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করা হবে।

 

ড্রাইভিং ইন্সট্রাক্টর: ৩৬ জন (তাত্ত্বিক)। বেতন ৪০ হাজার টাকা (সাকুল্যে) তৎসহ প্রকল্পের আওতায় সংস্থানকৃত অন্যান্য আর্থিক সুবিধাও প্রদান করা হবে।


মন্তব্য
জেলার খবর