মন্তব্য
কামরুজ্জামান শাহীন,ভোলা:
ভোলায় ৫শ’ পিস ইয়াবাসহ রুহুল কাদের (৩৭) ও জুয়েল ঢালী (৬০) নামের দুই ব্যক্তিকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি)। শনিবার রাত ৯ টার দিকে ভোলা সদর বাসস্ট্যাণ্ড এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত রুহুল কাদের কক্সবাজারর পেকুয়ার চাকলাদার উলুদিয়া এলাকার আব্দুল খালেকের ছেলে ও জুয়েল ঢালী ভোলা পৌর কাঠালী ৯ নং ওয়ার্ড এলাকার রুহুল আমিনের ছেলে। তারা মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।
ভোলা জেলা গোয়েন্দা পুলিশের ইনচার্জ মো. শেখ মাহবুবর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। তাদের নামে ভোলা সদর মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে হয়েছে।
এমকে