মন্তব্য
দেশের সব সিএনজি ফিলিং স্টেশনে রোববার (১৯ সেপ্টেম্বর) থেকে দৈনিক সন্ধ্যা ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত আর রেশনিং করা যাবে না গ্যাস। সরকারের এ সিদ্ধান্ত না মানলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে গ্যাস আইন-২০১০ অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। বিষয়টি তদারকির জন্য গঠিত গ্যাস বিতরণ কোম্পানিগুলো ভিজিলেন্স টিম আজ থেকেই মাঠে থাকবে।
পিক আওয়ারে বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ বাড়াতে এ সিদ্ধান্ত হয়, বিষয়টি কয়েক দিনে আগেই জানিয়ে দেয় বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।এদিকে আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় স্পট মার্কেট থেকে এলএনজি আমদানি সরকার কিছুটা কমিয়ে দিযেছে বলে জানা গেছে।
এমকে