গোসলে নামার ৩২ ঘন্টা পর ভেসে ওঠলো স্কুলছাত্র

১৯ সেপ্টেম্বর ২০২১

চট্টগ্রাম প্রতিনিধি:

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়ার ৩২ ঘন্টা পর মৃত অবস্থায় ভেসে ওঠলো  স্কুলছাত্র রাহাত।শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নদীর ৭ নং ঘাট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার বিকালে এ তথ্য নিশ্চিত করেন সদরঘাট নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে নদীর সদরঘাট আনু মাঝিরঘাট পয়েন্টে ৫ বন্ধুর সঙ্গে গোসলে নেমেছিল ১৩ বছরের  রাহাত।

রাহাত সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ির কামাল উদ্দীনের ছেলে। সে নগরীর সদরঘাট সরকারি বালক প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।

জানা গেছে,  রাহাতসহ তার বন্ধুরা  জোয়ারের স্রোতের কবলে পড়েছিল। এ সময় তার ৫ বন্ধুকে স্থানীয় মাঝিরা উদ্ধার করতে পারলেও সে নিখোঁজ হয়। ঘটনার পর তাকে উদ্ধারে অভিযানে নামে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের ডুবুরিরা। তারাও তাকে উদ্ধার করতে পারেনি।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান আরো জানান, স্থানীয় মাঝিরা মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন। মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

দিলীপ তালুকদার/এমকে


মন্তব্য