ব্যবসায়ীর গলা কাটা লাশ উদ্ধার, সন্তানসহ স্ত্রী নিখোঁজ

১৯ সেপ্টেম্বর ২০২১

ভোলা প্রতিনিধি:

ভোলার লালমোহনে আব্দুল মান্নান বেপারী (৪০) নামের এক ব্যবসায়ীর বিশেষ অঙ্গসহ গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে দুই সন্তানসহ তার স্ত্রী নুরুনাহার নিখোঁজ রয়েছে। রোববার দুপুরে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ নিজের বসতঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। শনিবার রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারনা করছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাকসুদুর রহমান মুরাদ বলেন, দুপুরের দিকে এ ঘটনার খবর পায় পুলিশ। আব্দুর মান্নান বেপারীর পুরুষাঙ্গসহ গলা ও মুখের বিভিন্নস্থানে কাটা রয়েছে। ছুরি বা ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করা হতে পারে। যেহেতু ভিকটিমের স্ত্রী ঘটনার পর থেকে পলাতক, তাই ধারনা এ হত্যাকান্ডে সঙ্গে স্ত্রী জড়িত থাকতে পারে। তবে বিষয়টি পুলিশ সঠিকভাবে তদন্ত করছে। লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কামরুজ্জামান শাহীন/এমকে

 


মন্তব্য
জেলার খবর