রাত তিনটায় ঘোরাঘুরি, রোহিঙ্গা নারী-পুরুষ আটক

১৯ সেপ্টেম্বর ২০২১

লাজু মিয়া, লালমনিরহাট:

লালমনিরহাটে রাত ৩টার দিকে ঘোরাঘুরির সময় এক জোড়া নারী ও পুরুষকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন এলাকাবাসী। রোববার রাতে (শনিবার দিনগত) পাটগ্রাম পৌরসভা এলাকা থেকে  তাদের আটক করা হয়। আটকরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। তারা ভারত হয়ে নেপালে যাওয়ার জন্য পাটগ্রামে আসেন দুই দিন আগে।

আটকরা হলেন- মায়ানমারের মংড়ু জেলার কুরহালি থানার নয়াপাড়া এলাকার ওসমান গনির মেয়ে সেতুফা বেগম (১৮) ও একই এলাকার ইলিয়াস আলীর ছেলে আনাস (২২)। রোববার বিকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পাটগ্রাম পৌরসভার মেয়র রাশেদুল ইসলাম সুইট বলেন, চলাফেরা এবং কথাবার্তায় সন্দেহ হওয়ায় লোকজন তাদের আটক করে আমাকে খবর দেন। পরে তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পরে পুলিশি হেফাজতে দেয়া হয়েছে। 

স্থানীয়রা জানান, দহগ্রাম তিনবিঘা করিডোর দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশের সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)’র ধাওয়া খেয়ে বাংলাদেশে ফিরে আসেন আটককৃতরা।  পাটগ্রাম থানা পুলিশ সুত্রে জানা গেছে, তারা দালালের মাধ্যমে নেপালে বসবাসরত তার মামাতো ভাই সাকেরের কাছে যেতে চেয়েছিলেন। 

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) ওমর ফারুক বলেন,  আটককৃতরা এখন থানাতেই আছেন। ঊর্ধতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

 

এমকে

 

 

 

 

 

 


মন্তব্য
জেলার খবর