অবাধ-নিরপেক্ষ নির্বাচনের আশা ইসির

১৯ সেপ্টেম্বর ২০২১

প্রস্তুতির ভিত্তিতে আগামীকাল অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি)নির্বাচনের ভোট সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ হওয়ার আশা করছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের আগের দিন রোববার এ নির্বাচনের সার্বিক প্রস্তুতি নিয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ আশার কথা শুনান ইসি সচিব হুমায়ুন কবীর খোন্দকার। আগারগাঁওয়ের নির্বাচন ভবনে  সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

ইসি সচিব জানান,  জেলা প্রশাসক, পুলিশ সুপার ও রিটার্নিং কর্মকর্তাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বলা হয়েছে। তারাও ইসিকে কথা দিয়েছেন। চারটি জেলায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তাদের চাহিদার ভিত্তিতে বিজিবি ও কোস্টগার্ডের বাড়তি সদস্য মোতায়েন  করা হয়েছে। সব সময় ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন আশা করে কমিশন- যোগ করেন হুমায়ন কবির।

এমকে


মন্তব্য
জেলার খবর