রংপুর প্রতিনিধি:
রংপুরের সদর উপজেলায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে রমেশ (৫৫) নামের প্রতিপক্ষের এক ব্যক্তি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন। রোববার (১৯ সেপ্টেম্বর) বিকালে মমিনপুর ইউনিয়নের যোগীপাড়া গ্রামে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতদের রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। সেখানকার পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে বলে জানিয়েছেন রংপুর সদর কোতয়ালী থানার ওসি মোস্তাফিজার রহমান বলেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ৫৭ শতক জমি নিজেদের দাবি করা নিয়ে ওই গ্রামের বাসিন্দা শ্যামল, সুধীর গংদের সঙ্গে একই গ্রামের বাসিন্দা রমেশ, অপু, ধেরেন গংদের দীর্ঘদিন বিবাদ চলছে। ঘটনার আগে জমি দখলকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলেই নিহত হয় রমেশ।
সূত্র আরো জানায়, কয়েক মাস আগে প্রতিপক্ষের বিরুদ্ধে রমেশ, অপু, ধেরেন গংদের বাড়ীতে অগ্নি সংযোগের অভিযোগ ছিল। এ ছাড়া জমি নিয়ে উভয় পক্ষের করা কয়েকটি মামলা আদালতে বিচারাধীন।
হাসান আল সাকিব/এমকে