মন্তব্য
দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪১ জন গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এনিয়ে চলতি সেপ্টেম্বর মাসে ভর্তি হয়েছেন ৫ হাজার ৩৪৫ জন। চলতি বছরে এখন পর্যন্ত ভর্তির এ সংখ্যা ১৫ হাজার ৭০১ জন, মারা গেছেন সব মিলে ৫৯ জন ডেঙ্গু রোগী। রোববার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেয়া তথ্য এসব জানা যায়।
কন্ট্রোল রুমের হিসাবে, গত ২৪ ঘণ্টায় ভর্তিকৃতদের মধ্যে ১৮৪ জন ঢাকায়, অবশিষ্ট ৫৭ জন ঢাকার বাইরের হাসপাতালে আছেন। বর্তমানে সব মিলে হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ১০৭ জন।এর মধ্যে ৯০০ জন ঢাকায়, বাকি ২০৭ জন ঢাকার বাইরে অন্য বিভাগে। চলতি বছরে হাসপাতালে ভর্তিকৃতদের মধ্যে চিকিৎসায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ হাজার ৫৩৫ জন।
এমকে