১৪ বছর ধরে পুরো শহরে একাকী বসবাস

২০ সেপ্টেম্বর ২০২১

২০০৭ সালে আমেরিকার উটাহ-র লালমাটির রুক্ষ জনমানবহীন লুসিন শহরে আসেন ইভো জারস্কাই।

১৯৭০ সাল থেকে পরিত্যক্ত শহরটিতে এসে দৈর্ঘ্যে ১০০ ফুট, প্রস্থে ৫০ ফুট  গুহা বানিয়ে  ১৪ বছর ধরে একাই থাকেন তিনি।

কাঠ মাটি দিয়ে তৈরি ‘ম্যান কেভ’ নামক গুহাটিতে আছে বিদ্যুৎ সংযোগ, ইন্টারনেট, টিভি, জলের সরবরাহ, আধুনিক অস্ত্র-শস্ত্র এবং সাধের প্লেন।


মন্তব্য
জেলার খবর