মন্তব্য
নেদারল্যান্ডসে ২০২০ সালে ১৯ বছর বয়সী তরুণদের গড় উচ্চতা ছিল ছয় ফুট, আর নারীরা পাঁচ ফুট ছয় ইঞ্চি। ১৯৮০ সালে জন্ম নেওয়া প্রজন্মের তুলনায় ২০০১ সালের পুরুষ ওলন্দাজরা এক সেন্টিমিটার, আর নারীরা এক দশমিক চার সেন্টিমিটার খাটো।
দেশটির সেন্ট্রাল ব্যুরো ভুর ডি স্ট্যাটিসটিক (সিবিএস) এর জরিপের সর্বশেষ উপাত্ত থেকে এসব তথ্য জানা গেছে।
১৯৩০ সালে জন্ম নেওয়া ডাচ পুরুষদের গড় উচ্চতা ছিল পাঁচ ফুট ৯ ইঞ্চি। কিন্তু ১৯৮০ সালে যারা জন্ম নিয়েছেন, তাদের গড় উচ্চতা ছয় ফুট ছুঁয়েছে। ১৯৩০ সালে ওলন্দাজা নারীদের গড় উচ্চতা ছিল পাঁচ ফুট পাঁচ ইঞ্চি। কিন্তু ১৯৮০ সালে তা পাঁচ ফুট সাত ইঞ্চিতে পৌঁছায়।