১৭ গুমের অভিযোগ খতিয়ে দেখেছে জাতিসংঘ

১৫ ফেব্রুয়ারী ২০২২

বাংলাদেশসহ বিশ্বের আরও ৮ দেশের ১৭টি গুমের অভিযোগ খতিয়ে দেখেছে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ (ডব্লিউজিইআইডি)। সেই সঙ্গে গুমের আরও ৭২৭টি অভিযোগ পর্যালোচনা করেছে এ গ্রুপ। এর মধ্যে জরুরি পদক্ষেপমূলক পদ্ধতির বাইরে নতুন ঘটনাসহ আগে পাঠানো ঘটনার হালনাগাদ তথ্য রয়েছে। অফিস অফ দ্য ইউনাইটেড নেশনস হাই কমিশনার ফর হিউম্যান রাইটসের (ওএইচসিএইচআর) ওয়েবসাইটে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাকি দেশগুলো হচ্ছে- পাকিস্তান, সৌদি আরব, রাশিয়া, আজারবাইজান, মিশর, কেনিয়া, লেবানন ও লিবিয়া।  আর ৭২৭টি অভিযোগ পর্যালোচনার তালিকায় বাংলাদেশসহ আলজেরিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, চীন, কলম্বিয়া, উত্তর কোরিয়া, ইকুয়েডর, মিশর, এল সালভাদর, ইন্দোনেশিয়া, ইরান, লাটভিয়া, লেবানন, লিবিয়া, পাকিস্তান, রুয়ান্ডা, সৌদি আরব, শ্রীলঙ্কা, সিরিয়া, তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত ও ভেনিজুয়েলার নাম রয়েছে। গত ৭ থেকে ১১ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় অনুষ্ঠিত এ গ্রুপের ১২৬তম অধিবেশনে বিষয়টি ওঠে আসে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, খতিয়ে দেখার সময় সংস্থাটির বিশেষজ্ঞরা নিখোঁজ ব্যক্তিদের স্বজন, এনজিও, রাষ্ট্রীয় প্রতিনিধি এবং অন্যান্য অংশীজনের সঙ্গে কথা বলেছেন। সংশ্লিষ্ট দেশগুলোর সরকারের কাছে চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। অধিবেশনে সেই চিঠির জবাব নিয়েও আলোচনা হয়েছে। সংস্থাটির পরবর্তী অধিবেশন আগামী ৯ থেকে ১৩ মে অনুষ্ঠিত হবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এমকে


মন্তব্য
জেলার খবর