মন্তব্য
যুক্তরাজ্যের ‘টপ মডেল-২০২১’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন আইরিশ মডেল মাকসুদা আক্তার প্রিয়তি।
এই প্রতিযোগিতায় ফটোগ্রাফিক অ্যাওয়ার্ড, পারসোনাল স্টাইল অ্যাওয়ার্ডও পেয়েছেন বাংলাদেশে জন্ম নেয়া এই অভিনেত্রী।
লন্ডনের দ্য রয়েল হর্সগার্ডস হোটেল অ্যান্ড ওয়ান হোয়াইট হলে অনুষ্ঠিত প্রতিযোগিতাটির চূড়ান্ত আসরে তিনি সম্মানিত হন।