ভালো থেকো সালমান শাহ: শাবনূর

২০ সেপ্টেম্বর ২০২১

চিত্রনায়িকা শাবনূর  নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও শেয়ার করে বলেন, ‘সালমান শাহ, এমন একটি নাম যার সঙ্গে জড়িয়ে আছে একটি সোনালি সময়। অতি অল্প নিজেকে বিলিয়ে দিয়ে সে সময় অগণিত ভক্তের মাঝে বিলিয়ে দিয়ে গেছেন।

প্রতি বছর এইদিন কোটি ভক্তের হৃদয় আলোড়িত করে সালমান শাহ ফিরে আসেন ক্ষণিকের জন্য। অকাতর ভালোবাসার অঞ্জলি নিয়ে ফিরে যান অযুত নক্ষত্রের ভিড়ে। ভালো থেকো প্রতিদিন সালমান শাহ, যেখানেই আছো।’


মন্তব্য
জেলার খবর