মন্তব্য
ভারতীয় জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগবস ওটিটি’র প্রথম কিস্তিতে দিব্যা আগারওয়ালকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
চ্যাম্পিয়নের ট্রফি ছাড়াও দিব্যা পেয়েছেন ২৫ লাখ টাকা মূল্যের পুরস্কার।
বিজয়ী হওয়ার দৌড়ে ছিলেন নিশান্ত ভাট, শমিতা শেঠি, প্রতীক সহজপাল ও রাকেশ বাপাট।
বলিউড হাঙ্গামা