`আফগান নারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না'

২০ সেপ্টেম্বর ২০২১

আফগানিস্তানের নারীবিষয়ক মন্ত্রণালয় বন্ধ করে  পুণ্যের প্রচার ও পাপ দমন মন্ত্রণালয় চালু করা হয়েছে। মন্ত্রণালয়ের নারী কর্মীরা কাজে ফিরতে চাইলেও তাদের বাড়িতে থাকতে বলা হচ্ছে। এর প্রতিবাদে বিক্ষোভ করেছেন কয়েকজন অ্যাক্টিভিস্ট। 

তারানুম সায়িদি নামের বিক্ষোভকারী বলেন, মেয়েদের বাড়িতে রেখে এবং স্কুলে যাওয়ার অনুমতি না দিয়ে আফগান নারীদের কণ্ঠ স্তব্ধ করা যাবে না। এখনকার নারীরা ২৬ বছর আগের আফগান নারীরা নয়।

বিক্ষোভকারী বাসিরা তাওয়ানা বলেন, নারীবিষয়ক মন্ত্রণালয়কে অবশ্যই পুনরায় সক্রিয় করতে হবে। নারীদের সরিয়ে দেওয়া মানে মানুষকে সরানো।

রয়টার্স 


মন্তব্য
জেলার খবর