নগর প্রশাসনের নারীদের পদগুলোতে পুরুষ কর্মী না পাওয়া পর্যন্ত তাদেরকে বাড়িতে থাকার আদেশ দিয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলের নতুন অন্তর্বর্তী মেয়র হামদুল্লাহ নোমান।
তিনি বলেছেন, নারীদের কাজ কিছু সময়ের জন্য বন্ধ রাখা প্রয়োজন মনে করছে তালেবান। রাজধানীর নগর প্রশাসনের সব বিভাগ মিলে প্রায় তিন হাজার কর্মী আছে, যার এক-তৃতীয়াংশই নারী। এদের মধ্যে কিছু নারী কাজ করতে পারবেন।
তিনি আরো বলেন, যে কাজ পুরুষ কর্মী দ্বারা করা যাবে না সেই কাজে যুক্ত নারীরা কাজ চালিয়ে যেতে পারবে। নারীদের পাবলিক টয়লেটগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব নারীরাই পালন করতে পারে। পুরুষরা সেখানে যেতে পারে না। কিন্তু আরও পদ আছে যা অন্যরা (পুরুষ) পূরণ করতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা তাদের (নারী) ঘরে থাকতে বলেছি। তাদেরকে বেতন দেওয়া হবে।
বিবিসি