সূচক ও লেনদেনের পতন

২০ সেপ্টেম্বর ২০২১

তিন সূচকের সবগুলোর যেমন পতন ঘটেছে, তেমনি পতন ঘটেছে লেনদেনেরও। আর দুই হাজার ৯৯ কোটি টাকা কমেছে বাজার মূলধনের পরিমাণ। শেয়ার লেনদেনে অংশ নেয়া ৩৭৬টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ২৪৪টির আর অপরিবর্তিত ছিল বাকি ২৬টির। সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক পরিস্থিতি ছিল এমনই।

তথ্যানুযায়ী ডিএসইএক্স সূচক  ৩৬ দশমিক ৫০ পয়েন্ট কমে সাত হাজার ১৯১ দশমিক ৮০ পয়েন্টে, ডিএসইএস সূচক ১০ দশমিক ৩০ পয়েন্ট কমে এক হাজার ৫৬৬ দশমিক ৮০ পয়েন্টে ও ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৭৩ পয়েন্ট কমে দুই হাজার ৬৫৫ দশমিক ৮১ পয়েন্টে  অবস্থান করে।  বাজার মূলধন দাঁড়ায় পাঁচ লাখ ৭২ হাজার ৩৭৫ কোটি টাকায়।

আগের দিনের তুলনায়  শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন কমেছে ১৩৭ কোটি ৫৪ লাখ টাকা। লেনদেন হয় দুই হাজার ৩৩ কোটি ৭৭ লাখ টাকা। আগের কার্যদিবসে এর পরিমাণ ছিল দুই হাজার ১৭১ কোটি ৩১ লাখ টাকা।শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের চিত্র ছিল লেনদেনে।

 

লেনদেনের ক্ষেত্রে টাকার অঙ্কে বাংলাদেশ এক্সপোর্ট-ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড ও দর বৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশ অটোকারস লিমিটেড শীর্ষে ওঠে আসে। বেক্সিমকোর কোম্পানিটির  শেয়ার লেনদেন হয় ১৩২ কোটি ৭৫ লাখ টাকার। আর ৯ দশমিক ৯৪ শতাংশ  বৃদ্ধি পায় বাংলাদেশ অটোকারস লিমিটেডের।

এমকে

 


মন্তব্য
জেলার খবর