বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে মোট ৩ হাজার জনবল লোন নিয়োগ দেয়া হবে। এর মধ্যে ২ হাজার ৫৫০ জন ও ৪৫০ নারী। আবেদন শুরু হয়েছে ১০ সেপ্টেম্বর থেকে। আগামী ৭ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ২০ বছর। দেশের যেকোনো স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষার পাস হতে হবে। জিপিএ কমপক্ষে ২.৫ থাকতে হবে। প্রার্থীকে অবিবাহিত হতে হবে। পুরুষ প্রার্থীর উচ্চতা ৫ ফুট ৬ ইঞ্চি হতে হবে। সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ ফুট ৪ ইঞ্চি হতে হবে। ক্ষুদ্র জাতিগোষ্ঠী ও মুক্তিযোদ্ধা কোটার ক্ষেত্রে ৫ ফুট ২ ইঞ্চি।
আবেদন করতে এবং নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে ভিজিট করুন: police.teletalk.com.bd।