আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ইলিশ মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে দেশের ৫২টি বাণিজ্যিক প্রতিষ্ঠানকে। এককভাবে ৪০ মেট্রিক টন হারে সব মিলে ২ হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানি করতে পারবে তারা। অবশ্য এ জন্য তাদের মানতে হবে ছয়টি শর্ত।তবে মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে সরকার আরোপিত কোনো ধরনের বিধিনিষেধ কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে এ অনুমতির মেয়াদ শেষ হবে। সোমবার এ সংক্রান্ত চিঠি আমদানি ও রফতানি-প্রধান নিয়ন্ত্রককে পাঠানো হয়েছে বাণিজ্য মন্ত্রণালয় থেকে। চিঠিতে সই করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব তানিয়া ইসলাম।
৬ শর্তের মধ্যে রয়েছে- আগামী ১০ অক্টোবরের মধ্যে এ মাছ রফতানি করতে হবে। এরপর আর রফতানি করা যাবে না, এ সংক্রান্ত আদেশ বাতিল বলে গণ্য হবে। একক প্রতিষ্ঠান হিসেবে ৪০ মেট্রিক টনের বেশি মাছ রফতানি করা যাবে না। রফতানির ক্ষেত্রে রফতানি নীতি ২০১৮-২০২১’র বিধিবিধান অনুসরণ করতে হবে। শুল্ক কর্তৃপক্ষের মাধ্যমে রফতানিযোগ্য মাছের কায়িক পরীক্ষা করাতে হবে। প্রতিটি কনসাইনমেন্ট শেষে রফতানি সংক্রান্ত কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠাতে হবে। ৫২ প্রতিষ্ঠানের বাইরে সাব-কন্ট্রাক্টে রফতানি করা যাবে না।
বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ গণমাধ্যমকে জানিয়েছেন, এতে বাজারে কোনো প্রভাব পড়বে না। এটা বাণিজ্যিকভাবে নয় উল্লেখ করে মৎস ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম জানিয়েছেন, রাষ্ট্রীয় আচারের অংশ হিসেবে সীমিত পরিমাণ ইশিল মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে।
এমকে