বিদ্যুতায়িত হয়ে বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২১

লালমনিরহাট প্রতিনিধি:

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পেশাগত কাজের সময় বিদ্যুতায়িত হয়ে আবুল কালাম (৪০) নামের এক বৈদ্যুতিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। সোমবার বেলা আড়াইটার দিকে শ্যামের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবুল কালাম উপজেলার উত্তর পারুলিয়া এলাকার আকবর আলী ওরফে ধনির ছেলে।

জানা গেছে, শ্যামের বাজার এলাকায় সত্যেনের ওয়ার্কশপের (ঝালাইয়ের দোকান) বৈদ্যুতিক লাইনে গোলযোগ সৃষ্টি দেয়। লাইনটি মেরামত করার জন্য আবুল কালামকে ডাকা হয়। মেরামত শেষে লাইনের সংযোগ দিতে খুটিতে ওঠেন আবুল কালাম। এ সময় বিদ্যুতায়িত হলে মাটিতে পড়ে যান তিনি। স্থানীয়রা হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পাটিকাপাড়া ইউপি চেয়ারম্যান মজিবুল আলম শাহাদাত বলেন, আবুল কালাম বৈদ্যুতিক কাজ করে সংসার চালাতেন।

লাজু মিয়া/এমকে


মন্তব্য
জেলার খবর