রাজনৈতিক অস্তিত্বের শেকড় দুর্বল হচ্ছে বিএনপির

২০ সেপ্টেম্বর ২০২১

ভাবনায় ও চর্চায় একমুখী দর্শনই  দিনকে দিন বিএনপির  রাজনৈতিক অস্তিত্বের শেকড়কে দুর্বল করে দিচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেছেন, ১৩ বছর ধরে তাদের আন্দোলনের নিষ্ফল আহবান যেমন ব্যর্থ হয়েছে, বর্তমান প্রয়াসও তেমন নিষ্ফল হবে। সোমবার রাজধানী ঢাকায় তার বাসভবনে প্রেস ব্রিফিংয়ে এমন মন্তব্য করেন।

বিএনপি চেয়ারপার্সন কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার বিদেশ যাওয়া নিয়ে বিএনপি মহাসচিবের দেয়া বক্তব্যের প্রতিক্রিয়ায় ওবায়দুল কাদের বলেন, দেশের আইন-আদালতের তোয়াক্কা না করে মনগড়া কথা বলা তাদের স্বভাব। বেগম জিয়ার চিকিৎসা  তারা প্রকৃতপক্ষে  চায় কি-না সন্দেহ আছে জনমনে। কারণ তাদের নেত্রীর মুক্তির জন্য একটি মিছিলও করতে পারে না তারা। অথচ খালেদা জিয়ার বয়স এবং স্বাস্থ্যের ওপর নজর দিয়ে তার সাজা চতুর্থবারের মতো স্থগিত করেছে সরকার। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বেগম জিয়াকে ভয়ে বিদেশ যেতে দিচ্ছে না সরকার।

পরবর্তী  জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, সংবিধান সম্মতভাবেই  নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ পরিবেশে এ নির্বাচন হবে। নির্বাচন ও নির্বাচনি পরিবেশ বিনষ্টের জন্য বিএনপি প্রস্তুতি শুরু করেছে বলেও এ সময় উল্লেখ করেন ওবায়দুল কাদের ।

এমকে

 


মন্তব্য
জেলার খবর