ফেসবুক-ইউটিউব গ্রাহককে দ্বিগুণ ভ্যাট দিতে হচ্ছে

২০ সেপ্টেম্বর ২০২১

সামাজিক মাধ্যম ফেসবুকে বিজ্ঞাপন দিতে গ্রাহককে ৩০ শতাংশ ভ্যাট করতে হচ্ছে। জানা গেছে, অনলাইনে বিজ্ঞাপন দিতে হলে প্রথমে ১৫% ভ্যাট কাটছে ফেসবুক বা ইউটিউব। এরপর ব্যাংকগুলো আরেকবার ভ্যাট কাটছে। এতে করে গ্রাহককে দুইবার ভ্যাট পরিশেঅধ করতে হচ্ছে। মূলত জাতীয় রাজস্ব রোর্ডের স্পষ্ট নির্দেশনার অভাবে এমনটা ঘটছে বলে অভিযোগ উঠেছে।

 

এদিকে গত জুলাই থেকে ফেসবুকের সঙ্গেও সরকারের চুক্তি হয়েছে, এখন থেকে তারা দেশে লিয়াজোঁ অফিস খুলে নিজেরাই ভ্যাট কেটে সরকারের কাছে জমা দেবে। কিন্তু এ ব্যাপারে সরকার বা এনবিআর থেকে বাণিজ্যিক ব্যাংকগুলোকে স্পষ্ট কোনো নির্দেশনা না দেওয়ায় ব্যাংকগুলো আগের মতোই ভ্যাট কাটছে। আবার ফেসবুকও বিলের ওপর ভ্যাট কর্তন করে গ্রাহকদের পাঠাচ্ছে।

 

এমন হওয়ার কথা নয় উল্লেখ করে এনবিআরের সদস্য (মূসক নীতি) মো: মাসুদ সাদিক বলেন, ‘এ পর্যন্ত আমাদের কাছে এ ধরনের কোনো অভিযোগ আসেনি। এরপরও এ রকম হয়ে থাকলে সুনির্দিষ্ট তথ্যসহ সংশ্লিষ্ট প্রতিপক্ষের পক্ষ থেকে আমাদের কাছে আবেদন করা হলে বিষয়টি খতিয়ে দেখা হবে।’


মন্তব্য
জেলার খবর