বন্ধ হচ্ছে প্রথম ডোজ টিকাদান

১৬ ফেব্রুয়ারী ২০২২

দেশে করোনা প্রতিরোধী টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদফতর। আগামী ২৬ ফেব্রুয়ারির পর আর এ ডোজ দেওয়া হবে না। তার আগে একদিনে বিশেষ ক্যাম্পেইনের মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক মানুষকে এ ডোজ দেওয়া হবে, লক্ষ্যমাত্রা ধরা হয়েছে এককোটি মানুষকে দেওয়ার। ২৬ ফেব্রুয়ারি সারা দেশে এ ক্যাম্পেইনের মাধ্যমেই শেষ হবে প্রথম ডোজের টিকাদান কর্মসূচি। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) ভার্চুয়াল সংবাদ সম্মেলনে  প্রথম ডোজের টিকাদান শেষ করার বিষয়টি জানান স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক জানান,  পরবর্তী সময়ে এ টিকার দ্বিতীয় ডোজ ও বুস্টার ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকবে স্বাস্থ্য অধিদফতর। ওই ক্যাম্পেইনের মাধ্যমে প্রথম ডোজ টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা অর্জন করবে তারা। এ ক্যাম্পেইনে অংশ নিয়ে সবাইকে টিকা নেওয়ার আহবান জানান তিনি।

টিকা নেওয়ার গুরুত্ব সম্পর্কে অধ্যাপক খুরশীদ আলম বলেন,  করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া বা মারা যাওয়াদের বেশিরভাগই টিকা নেননি। পক্ষান্তরে টিকা গ্রহীতাদের মধ্যে মৃত্যুহার ও হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যা কম। নিজেকে ও দেশকে সুরক্ষিত রাখতে সবাইকে দ্রুত টিকা নেওয়ার আহবান জানান তিনি।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, সোমবার (১৪ ফেব্রুয়ারি) পর্যন্ত সারাদেশে টিকার প্রথম ডোজ নিয়েছে ১০ কোটি নয় লাখ ১১ হাজারের বেশি মানুষ। শতাংশের হিসাবে মোট জনসংখ্যার ৬০। এর মধ্যে সাত কোটি ১৪ লাখ ৭৫ হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ নিয়েছেন। দুই ডোজ সম্পন্নকারীদের মধ্যে বুস্টার ডোজ নিয়েছে ২৬ লাখ ৯৪ হাজারের বেশি মানুষ। প্রসঙ্গত, এর আগে একদিনে ৭৬ লাখের বেশি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছিল গত সেপ্টেম্বরে,  প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে।

এমকে


মন্তব্য
জেলার খবর