কাজলের কোলে বাচ্চা আসুক : নিশা

২১ সেপ্টেম্বর ২০২১

দক্ষিণী অভিনেত্রী কাজল আগারওয়ালের অন্তঃসত্ত্বার গুঞ্জন আরো জোরালো হয়েছে। গত বছরের ৩০ অক্টোবর দীর্ঘদিনের প্রেমিক গৌতম কিচলুকে বিয়ে করেন কাজল। 

এরপর  কাজলের বোন নিশা বলেছিলেন, ‘আমি চাই কাজলের কোলে খুব তাড়াতাড়ি একটা বাচ্চা আসুক। আমি এ কথা ওকে ওর বিয়ের সময়ই বলে দিয়েছিলাম।

এর পেছনে আমার একটি স্বার্থও আছে। কারণ ও যদি মা হতে দেরি করে, তাহলে আমার ছেলের সঙ্গে ওর বাচ্চার বয়সের বেশ ব্যবধান হয়ে যাবে।’


মন্তব্য
জেলার খবর