মন্তব্য
চলতি সপ্তাহেই বাসা পরিবর্তন করে নতুন ফ্ল্যাটে উঠেছেন পরীমনি। নতুন বাসা এখনো পুরোপুরি গুছিয়ে নিতে না পারলেও বিভিন্ন ভঙ্গিতে ছবি তুলেছেন তিনি।
ছবির ক্যাপশনে জ্যামাইকান সংগীতশিল্পী ও গীতিকার বব মার্লের উক্তি ‘love the life you live. live the life you love’ জুড়ে দিয়েছেন।
উক্তিটির বাংলা হচ্ছে, ‘যে জীবন যাপন করছ, তা ভালোবাস, যেভাবে জীবন যাপন করতে ভালোবাস, সেভাবে বাঁচো।’