মন্তব্য
অভিনেত্রী পায়েল সরকার ইনস্টাগ্রামে খোলা পিঠের ছবি পোস্ট করেছেন।
ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালোবেসে সখী নিভৃতে যতনে, আমার নামটি লিখো...’
সেখানে সাদা লাল শাড়িতে সেজেছেন নায়িকা। কোঁকড়ানো খোলা চুল, নাকে বড় নাকছাবি, হাতে গলায় সোনালি রঙের গয়না, কপালে লাল টিপ।