মন্তব্য
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর কমেছে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর। এতে পতন ঘটেছে সূচকের। আগের কার্যদিবসের (বৃহস্পতিবার) তুলনায় কমেছে লেনদেন- পরিমাণে ২২২ কোটি ৩৮ লাখ ৮৩ হাজার টাকা ।
লেনদেন শেষে ৯৮টি কোম্পানির দর বৃদ্ধির বিপরীতে কমেছে ২৪৮টির দর, অপরিবর্তিত ছিল বাকি ৩২টির। দিন শেষে তিন সূচকের মধ্যে ডিএসইএক্স ৫৪ পয়েন্ট, ডিএসইএস ৪ ও ডিএস-৩০ ২৩ পয়েন্ট হ্রাস পেয়েছে।
লেনদেন হয়েছে এক হাজার ৪৬১ কোটি আট লাখ ৮৫ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফাণ্ডের ইউনিট। বৃহস্পতিবার লেনদেন হয়েছিল এক হাজার ৬৮৩ কোটি ৪৭ লাখ ৬৮ হাজার টাকা।
এমকে