মন্তব্য
দীর্ঘদিন পর বোন শমিতা শেঠিকে কাছে পেয়ে আপ্লুত শিল্পা শেঠি। সেই মুহূর্তও ফ্রেমবন্দি করে পোস্ট করেছেন ইনস্টাগ্রামে।
ইনস্টাগ্রামে বোনের সঙ্গে তিনটি ছবি দিয়েছেন শিল্পা। দেখা গেছে, কোনো ছবিতে তারা একে অপরকে জড়িয়ে ধরে রয়েছেন। আবার কোনোটিতে ভালোবেসে বোনের গালে চুমু এঁকে দিচ্ছেন তিনি।
ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘আমার টুনকি এসে গেছে।’ বোনকে ভালোবেসে টুনকি নামেই ডাকেন শিল্পা শেঠি।